বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে কেউ যেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী চরিত্রে পরিণত হওয়ার চেষ্টা না করেন। হাসিনার পরিণতি সবার জন্য শিক্ষণীয় হওয়া উচিত। তিনি বলেন, দেশে একটি ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে খুন-সহিংসতার রাজনীতি থাকবে না।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে ছাত্রশিবির ভোলা পৌর শাখার আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাহিদুল ইসলাম বলেন, শুধু জুলাই-আগস্টের গণহত্যা নয়, বাংলাদেশে হত্যার রাজনীতি চর্চায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনাও স্মরণ করেন।
তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার খুব শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার এবং গণহত্যায় জড়িতদের বিচার কার্যকর করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। আরও বক্তব্য দেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


























