আন্ডারওয়ার্ল্ডের চিহ্নিত সন্ত্রাসী চট্টগ্রামের সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরকে লক্ষ্য করে বলতে শোনা যায়, “নাছিরকে গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে আঘাত করলে মরে যাবে।” অডিওটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে ফের উত্তেজনা তৈরি হয়েছে।
অডিও ইস্যুতে নাছির কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি আগেই বলেছেন, বড় সাজ্জাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। টানা ২৬ বছর কারাভোগের পর গত বছরের ৫ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। নাছিরের ভাষায়, “যদি কেউ মেরে ফেলে, মৃত্যু কবুল।”
কারা সূত্র জানায়, নাছির ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে বন্দি ছিলেন এবং অতীতে শিবির রাজনীতিতে যুক্ত থাকায় ‘শিবির নাছির’ নামে পরিচিত।
সূত্র আরও বলছে, শেখ হাসিনার পতনের পর চট্টগ্রামে পুরোনো আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন বড় সাজ্জাদ, যিনি আলোচিত এইট মার্ডার মামলার আসামি। বর্তমানে তিনি ভারতের পাঞ্জাবে আছেন বলে জানা গেছে। তিনিও একসময়ে শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
গত ৫ নভেম্বর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণার সময় তার পাশে থাকা সরোয়ার হোসেন বাবলার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে পরপর ৬ রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই নিহত হন বাবলা। তিনি অতীতে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
চট্টগ্রামে দুই পক্ষের পুরোনো আধিপত্য ও ব্যক্তিগত বিরোধ ঘিরে আবারও সন্ত্রাসী তৎপরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।





















