গত দেড় বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে একটি প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে “নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ” হিসেবে উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, “দলীয় কর্মীরা দীর্ঘ দেড় বছরে যে প্রতিশোধ নেয়নি, তা প্রমাণ করে আমরা দায়িত্বশীল রাজনীতি করি।” তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার পরবর্তী সময়ে দেশটির উদ্দেশ্য ছিল “লুটতরাজ করে বিনিময় আদায় করা।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত ১৭ বছর দেশে “ফ্যাসিবাদী শাসন” চলেছে, যেখানে ভিন্নমতের কণ্ঠরোধ করা হয়েছে এবং দেশকে “অপরাধের স্বর্গরাজ্যে” পরিণত করা হয়েছে। তার মন্তব্য, “রাস্তায় গুলি করে মন ভরেনি; ফ্যাসিস্ট সরকার আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে।”
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে তিনি বলেন, “এই রায় রাজনৈতিক নয়, বরং নিরপেক্ষ তদন্ত ও বিচার প্রক্রিয়ার অংশ।”




















