ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মিডিয়া সেলের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মিডিয়া সেলের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ নভেম্বর) সাংবাদিক খোকন নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর থেকে আব্দুল গফুর ভূঁইয়ার মিডিয়া সেল এবং ‘গফুর ভূঁইয়া মিডিয়া সেল’, ‘ওমর ফারুক’, ‘ইশরাত জাহান’ নামের কয়েকটি ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এসব ফেসবুক আইডিতে তার ফটোকার্ড ও যমুনা টিভির লোগো ব্যবহার করে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে হত্যা করে লাশ গুম করার হুমকিও দিচ্ছে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন,
“মনোনয়ন বঞ্চিতদের নিয়ে সংবাদ প্রচারের পর থেকেই আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি জীবন নিয়ে শঙ্কিত। তাই থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন,
“একজন সাংবাদিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

ধানের শীষের পক্ষে তরুণদের ঢেউ: বগুড়ায় জেলা ছাত্রদলের টানা কর্মসূচি

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর মিডিয়া সেলের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় ০৩:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মিডিয়া সেলের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ নভেম্বর) সাংবাদিক খোকন নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, গত রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর থেকে আব্দুল গফুর ভূঁইয়ার মিডিয়া সেল এবং ‘গফুর ভূঁইয়া মিডিয়া সেল’, ‘ওমর ফারুক’, ‘ইশরাত জাহান’ নামের কয়েকটি ফেসবুক পেজ ও আইডি থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এসব ফেসবুক আইডিতে তার ফটোকার্ড ও যমুনা টিভির লোগো ব্যবহার করে মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে হত্যা করে লাশ গুম করার হুমকিও দিচ্ছে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন,
“মনোনয়ন বঞ্চিতদের নিয়ে সংবাদ প্রচারের পর থেকেই আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি জীবন নিয়ে শঙ্কিত। তাই থানায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন,
“একজন সাংবাদিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”