ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি বিপ্লবী নয়, স্বাধীনচেতা গণতান্ত্রিক দল: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বিপ্লবী দল নয়, বরং স্বাধীনচেতা গণতান্ত্রিক রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই উদ্দেশ্য পূরণে সারাজীবন লড়াই করছে।”

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণার সময়ই অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ মহল কাজ করছে কি না, রাজনৈতিক দলগুলোকে সেটা খতিয়ে দেখতে হবে।”

তিনি আরও বলেন, দেশের মানুষ শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হলে গণতন্ত্রের পথে ফিরতে হবে এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

বিএনপি মহাসচিব বলেন,
“গণতন্ত্রকে বিশ্বাস করে এমন সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
“আজকে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন, সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। বিএনপি দীর্ঘ সময় ধরে সংস্কারের কথাই বলে আসছে।”

জনপ্রিয় সংবাদ

জয়ের অভিযোগ– ‘মাকে হত্যার ষড়যন্ত্র চলছিল, ভারত তার জীবন বাঁচিয়েছে’

বিএনপি বিপ্লবী নয়, স্বাধীনচেতা গণতান্ত্রিক দল: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বিপ্লবী দল নয়, বরং স্বাধীনচেতা গণতান্ত্রিক রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই উদ্দেশ্য পূরণে সারাজীবন লড়াই করছে।”

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণার সময়ই অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ মহল কাজ করছে কি না, রাজনৈতিক দলগুলোকে সেটা খতিয়ে দেখতে হবে।”

তিনি আরও বলেন, দেশের মানুষ শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হলে গণতন্ত্রের পথে ফিরতে হবে এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

বিএনপি মহাসচিব বলেন,
“গণতন্ত্রকে বিশ্বাস করে এমন সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
“আজকে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন, সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। বিএনপি দীর্ঘ সময় ধরে সংস্কারের কথাই বলে আসছে।”