ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে: জয়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তার মায়ের জীবন বাঁচিয়েছে ভারত। জয় এএনআইকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আইন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, বিচার শুরুর আগে ১৭ জন বিচারক বরখাস্ত করা হয়েছে, সংসদ অনুমোদন ছাড়াই আইন সংশোধন করা হয়েছে এবং শেখ হাসিনার আইনজীবীদের আদালত থেকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, যথাযথ বিচার না থাকলে কোনো দেশই প্রত্যর্পণ করবে না। জয় আশঙ্কা করছেন, জঙ্গিরা শেখ হাসিনাকে হত্যা করতে পারে। তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। জয় দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তি পাওয়া সন্ত্রাসীরা বর্তমানে সক্রিয়, লস্কর-ই-তৈয়াবা বাংলাদেশে কাজ করছে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহে যুক্ত। জয় আত্মবিশ্বাসী যে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং মার্কিন প্রশাসনের ভূমিকাকে উল্লেখ করে বলেন, তারা বাংলাদেশে সন্ত্রাসবাদ ও ইসলামবাদের বিষয়ে উদ্বিগ্ন।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে: জয়

আপডেট সময় ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তার মায়ের জীবন বাঁচিয়েছে ভারত। জয় এএনআইকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আইন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, বিচার শুরুর আগে ১৭ জন বিচারক বরখাস্ত করা হয়েছে, সংসদ অনুমোদন ছাড়াই আইন সংশোধন করা হয়েছে এবং শেখ হাসিনার আইনজীবীদের আদালত থেকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, যথাযথ বিচার না থাকলে কোনো দেশই প্রত্যর্পণ করবে না। জয় আশঙ্কা করছেন, জঙ্গিরা শেখ হাসিনাকে হত্যা করতে পারে। তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। জয় দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তি পাওয়া সন্ত্রাসীরা বর্তমানে সক্রিয়, লস্কর-ই-তৈয়াবা বাংলাদেশে কাজ করছে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহে যুক্ত। জয় আত্মবিশ্বাসী যে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং মার্কিন প্রশাসনের ভূমিকাকে উল্লেখ করে বলেন, তারা বাংলাদেশে সন্ত্রাসবাদ ও ইসলামবাদের বিষয়ে উদ্বিগ্ন।