ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না: জাহিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না এবং ছাত্রছাত্রীদের লুকায়িত মেধা বিকশিত করতে প্রাণপণ চেষ্টা করে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে মেধা ও নৈতিকতায় প্রাধান্য দিয়ে এটি দেশের প্রধান ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃত। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চলেছে, তবে তা ব্যর্থ হয়েছে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা ইসলামের সুমহান পতাকাতলে একত্রিত হলে অপপ্রচার ব্যর্থ হবে। ছাত্রীদের উদ্দেশে তিনি ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান, তবে তা পালন করা শিক্ষার্থীদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

জাহিদুল ইসলাম এই মন্তব্য করেন ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে, যেখানে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

জনপ্রিয় সংবাদ

সিএমপির নয় মাসে জঙ্গি–ডাকাত–বিচ্ছিন্নতাবাদীসহ ১১২ অস্ত্রধারী গ্রেপ্তার, উদ্ধার ৭৯৩ লুট হওয়া অস্ত্র

ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না: জাহিদুল ইসলাম

আপডেট সময় ০৪:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না এবং ছাত্রছাত্রীদের লুকায়িত মেধা বিকশিত করতে প্রাণপণ চেষ্টা করে। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে মেধা ও নৈতিকতায় প্রাধান্য দিয়ে এটি দেশের প্রধান ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃত। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চলেছে, তবে তা ব্যর্থ হয়েছে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা ইসলামের সুমহান পতাকাতলে একত্রিত হলে অপপ্রচার ব্যর্থ হবে। ছাত্রীদের উদ্দেশে তিনি ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান, তবে তা পালন করা শিক্ষার্থীদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

জাহিদুল ইসলাম এই মন্তব্য করেন ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে, যেখানে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।