চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের পূজাকে ‘শয়তানের ইবাদত’ আখ্যা দেওয়া নিয়ে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রশ্নই আসে না। এই পোস্ট তিনি লিগ্যাল নোটিশ পাওয়ার একদিন পর দেন, তবে তিন মিনিটের মধ্যে মুছে দেন।
হারুনুর রশীদ বলেন, পূজা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র, কিন্তু এটি আল্লাহর নিষেধাজ্ঞার বাইরে এমন ইবাদত, যা শয়তান চায় মানুষ করুক। অন্যদিকে রোজা আল্লাহর নির্দেশিত ইবাদত। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্য কেবল কুরআনের আলোকে করা হয়েছে এবং কোনো হিন্দু ব্যক্তি বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা হয়নি।
তিনি আরও বলেন, একজন মুসলিম ও সমাজের নেতা হিসেবে তাঁর দায়িত্ব ছিল ধর্মীয় বিভ্রান্তি থেকে মানুষকে সতর্ক করা। হারুনুর রশীদ বলেন, হিন্দু সম্প্রদায়ের পূজা-অর্চনা নির্বিঘ্নে চালানোর জন্য তিনি সর্বদা সহায়ক ভূমিকা নেবেন।
এ প্রসঙ্গে উল্লেখ্য, হারুনুর রশীদের আগের বক্তব্যে পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলায় হিন্দু সংগঠনের পক্ষ থেকে তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়।






















