ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঠেকানো যাবে না, খুনি হাসিনার বিচার বন্ধ হবে না: আমানউল্লাহ আমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে ভারত থেকে অপশক্তি নানা চক্রান্ত-ষড়যন্ত্র চালাচ্ছে, বোমাবাজি ও নাশকতাসহ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে এসব করে নির্বাচন বন্ধ করা যাবে না।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনোই গণতন্ত্রকে স্থায়ীভাবে বাধাগ্রস্ত করা যায়নি। এবারও নয়। নির্বাচন হবেই, কারণ গণতন্ত্র ফিরে পাওয়ার একমাত্র পথ নির্বাচন।

তিনি বলেন, অতীতে গুম, হত্যা, দমন-পীড়নের জন্য দায়ীদের বিচার শুরু হয়েছে। চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম এবং অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা— এসব অপরাধের বিচার একে একে হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিনকার ‘অবৈধ প্রধানমন্ত্রী’ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে সঠিক সময়ে সঠিক বিচার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আমানউল্লাহ আমান আরও বলেন, বোমাবাজি বা ভাঙচুর করে ‘খুনি হাসিনা’ ও তার সহযোগীদের বিচার থামানো যাবে না। বিচার চলবে, নির্বাচনও হবে, এবং জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি শোভাপুরসহ বিভিন্ন চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

ওই দেশে গিয়ে হাদি হত্যার বদলা নেয়া হবে: ইশরাক

নির্বাচন ঠেকানো যাবে না, খুনি হাসিনার বিচার বন্ধ হবে না: আমানউল্লাহ আমান

আপডেট সময় ০৮:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে ভারত থেকে অপশক্তি নানা চক্রান্ত-ষড়যন্ত্র চালাচ্ছে, বোমাবাজি ও নাশকতাসহ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে এসব করে নির্বাচন বন্ধ করা যাবে না।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনোই গণতন্ত্রকে স্থায়ীভাবে বাধাগ্রস্ত করা যায়নি। এবারও নয়। নির্বাচন হবেই, কারণ গণতন্ত্র ফিরে পাওয়ার একমাত্র পথ নির্বাচন।

তিনি বলেন, অতীতে গুম, হত্যা, দমন-পীড়নের জন্য দায়ীদের বিচার শুরু হয়েছে। চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম এবং অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা— এসব অপরাধের বিচার একে একে হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিনকার ‘অবৈধ প্রধানমন্ত্রী’ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে সঠিক সময়ে সঠিক বিচার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আমানউল্লাহ আমান আরও বলেন, বোমাবাজি বা ভাঙচুর করে ‘খুনি হাসিনা’ ও তার সহযোগীদের বিচার থামানো যাবে না। বিচার চলবে, নির্বাচনও হবে, এবং জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি শোভাপুরসহ বিভিন্ন চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।