ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ—নোয়াখালীতে সমাবেশে ক্ষোভ প্রকাশ হারুনুর রশিদের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেছেন, একটি দল সাধারণ মানুষের কাছে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করার মতো ধর্মীয় প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, মানুষকে জান্নাতে নিতে পারে কোনো দল নয়, বরং প্রত্যেকের নিজস্ব ঈমান ও আমলই জান্নাতের পথ দেখাবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির মহিলা সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ধরেন। হারুনুর রশিদ বলেন, “যেখানে রাসূল (সা.) তাঁর প্রিয় কন্যা ফাতেমা (রা.)-কে বলেছেন—‘তোমার ঈমান ও আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে’—সেখানে একটি রাজনৈতিক দল কীভাবে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির দাবি করতে পারে!”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান আলো। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শুধু মিছিল-স্লোগানে থাকলে হবে না; দিন আনে দিন খাওয়া সাধারণ মানুষের কাছেও ধানের শীষের কথা পৌঁছে দিতে হবে।” তিনি আরও জানান, সদর ও সুবর্ণচরের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে উপস্থিত মহিলাদের তিনি ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে পুলিশের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ—নোয়াখালীতে সমাবেশে ক্ষোভ প্রকাশ হারুনুর রশিদের

আপডেট সময় ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেছেন, একটি দল সাধারণ মানুষের কাছে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করার মতো ধর্মীয় প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, মানুষকে জান্নাতে নিতে পারে কোনো দল নয়, বরং প্রত্যেকের নিজস্ব ঈমান ও আমলই জান্নাতের পথ দেখাবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির মহিলা সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ধরেন। হারুনুর রশিদ বলেন, “যেখানে রাসূল (সা.) তাঁর প্রিয় কন্যা ফাতেমা (রা.)-কে বলেছেন—‘তোমার ঈমান ও আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে’—সেখানে একটি রাজনৈতিক দল কীভাবে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির দাবি করতে পারে!”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান আলো। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শুধু মিছিল-স্লোগানে থাকলে হবে না; দিন আনে দিন খাওয়া সাধারণ মানুষের কাছেও ধানের শীষের কথা পৌঁছে দিতে হবে।” তিনি আরও জানান, সদর ও সুবর্ণচরের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে উপস্থিত মহিলাদের তিনি ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে আহ্বান জানান।