ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন থাকবে, কিন্তু কোনো দলের বা ব্যক্তির গোলামি করবে না। তিনি স্পষ্টভাবে জানান, ‘যারা খুনি হাসিনার পক্ষ নেবে, তাদের নির্মূল করাই আমাদের রাজনীতি। ৫ আগস্ট-পরবর্তী স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। শুধু বাংলাদেশপন্থিরাই রাজনীতি করবে।’
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
সাদিক বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুম, টেন্ডারবাজি কিংবা ফাও খাওয়ার সংস্কৃতি নেই—এজন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কেউ নেতা না, আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি।’
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে ‘ফ্যাসিবাদী কাঠামো’ তৈরি হয়েছিল, তা ভাঙতেই তারা কাজ করছেন। প্রগতিশীল শিক্ষক পরিচয়ে একাংশের বিরুদ্ধে হাসিনার পক্ষে বৈধতা তৈরির অভিযোগ এনে তিনি বলেন, ‘যারা খুনির পক্ষ নেয়, তাদের শিক্ষকতা করার কোনো অধিকার নেই।’
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সম্মেলনে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, কঠিন সময় পার করে বিশ্ববিদ্যালয় এখন সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।
উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ ডাকসু ও হল সংসদের উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। অন্য বক্তারাও বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।



















