ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরল, কার্যকর হবে ১৪তম জাতীয় নির্বাচনে—শিশির মনির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর আইনি বিশ্লেষণ দিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষে আপিল করা জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। তবে এটি অবিলম্বে কার্যকর হচ্ছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে।

শিশির মনির জানান, বর্তমান কাঠামো অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে এই ফরমেশন এখন কার্যকর নয়। জুলাই সনদ গণভোটে পাস হলে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার সভায় অনুমোদন পেলে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।

সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের আগের রায় অবৈধ ঘোষণা করা হয় এবং ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ধরে ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

শিশির মনির আরও বলেন, রায়ের ফলে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে তা কেবল চতুর্দশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে কুরআন খতম ও শিক্ষার্থীদের হাতে উপহার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরল, কার্যকর হবে ১৪তম জাতীয় নির্বাচনে—শিশির মনির

আপডেট সময় ০২:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর আইনি বিশ্লেষণ দিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষে আপিল করা জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। তবে এটি অবিলম্বে কার্যকর হচ্ছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে।

শিশির মনির জানান, বর্তমান কাঠামো অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে এই ফরমেশন এখন কার্যকর নয়। জুলাই সনদ গণভোটে পাস হলে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার সভায় অনুমোদন পেলে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।

সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের আগের রায় অবৈধ ঘোষণা করা হয় এবং ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ধরে ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

শিশির মনির আরও বলেন, রায়ের ফলে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে তা কেবল চতুর্দশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।