হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর মতাদর্শের কঠোর সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশে টিকতে পারবে না। তারা সাহাবাদের দুষমন, নাস্তিকের চেয়েও বেশি খাতরনাক।”
তিনি আরও দাবি করেন, “মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়; জামায়াতের ইসলাম হচ্ছে মওদুদীর ইসলাম।”
একই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “বাংলাদেশে ইসলামি রাজনীতির উত্থানের সোনালী সময় চলছে। এখন সুযোগ কাজে না লাগাতে পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে।”
মামুনুল হক দাবি করেন, “আগামীর বাংলাদেশে যেকোনো জাতীয় সিদ্ধান্ত ইসলামপন্থীদের বাইরে রেখে নেওয়া সম্ভব হবে না।”
এ ছাড়া নুরাল পাগলার মাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীতে আলেম–ইমামদের ‘হয়রানি’ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং সতর্ক করে দেন যে, “রাজবাড়ীর প্রশাসন দমন–পীড়ন বন্ধ না করলে জাতীয় পর্যায়ে এর কঠোর প্রতিবাদ করা হবে।”






















