ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ জনগণের অধিকার ক্ষুণ্ন করেছিল। এখন সেই বাতিলকৃত রায় পুনর্বহাল হওয়ায় জনগণ আশ্বস্ত হয়েছে এবং এটি দেশের ভবিষ্যতের জন্য কল্যাণ বয়ে আনবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে ইসলামী আন্দোলন চরসামাইয়া ইউনিয়ন শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিয়ে তিনি ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মুফতি ফয়জুল করিম বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে অতীতের দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনের তুলনায় তা অনেক বেশি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়। নতুন আইন প্রণয়নের মাধ্যমে জনগণ স্বস্তি ফিরে পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, তারা জোট গঠন না করলেও ইসলামের পক্ষে একটি প্রতীকী বাক্স তৈরির চেষ্টা চলছে এবং তিনি আশাবাদী যে আসন্ন নির্বাচনে ইসলামের পক্ষে একটি পৃথক বাক্স থাকবে।
শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই রায় দিয়েছেন। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন চরসামাইয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ মহরী। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মনোনীত ভোলা–১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা। আরও বক্তব্য দেন জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী এবং জেলা উত্তরের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতারা।





















