আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মোকাবিলা করতে মাঠে নামছেন ২৪-এর বিপ্লবী রিক্সাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় এনসিপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসা সুজন জানান, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি। তিনি বলেন, তিনি নিজে যেমন সাধারণ মানুষ, তেমনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতেই নির্বাচন করতে চান। এনসিপির মনোনয়নপত্র কেনার মাধ্যমে প্রমাণ হয়েছে—রাজনীতিতে সবার অধিকার সমান।
ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ছাড়াও জামায়াত মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
সামনে নির্বাচনী প্রচার শুরু হলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে তিন দিক থেকে—প্রথাগত রাজনৈতিক নেতৃত্ব, জনপরিচিত আন্দোলননির্ভর মুখ এবং স্বতন্ত্র প্ল্যাটফর্ম—যা রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে বাড়তি উত্তাপ তৈরি করবে।






















