গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্তিক পূজার মেলায় স্টল মালিকদের কাছে চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতা আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুখরঞ্জন ওরফে ধলুকে মেলার দোকান থেকে জোর করে টাকা তুলতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিমেষ গাইন।
অনিমেষ গাইন বলেন, “ভিডিওটি দেখেছি। ধলুকে টাকা তুলতে দেখা গেছে। বিষয়টি ন্যক্কারজনক। সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের সহযোগিতায় গত ১৮ নভেম্বর থেকে নৈয়ারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে কার্তিক পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। শুক্রবার মেলাটি শেষ হয়।























