ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে না থাকার কারণে আ.লীগ আমলে জামায়াতের অনেক নেতার ফাঁসি হয়েছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপির সঙ্গে না থাকার কারণে আওয়ামী লীগ আমলে জামায়াতে ইসলামের অনেক নেতার ফাঁসি হয়েছে। বিভিন্ন সময়ে জোট পরিবর্তন করা ও নীতিহীন আচরণ এখন জামায়াতের রাজনৈতিক চরিত্রে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতকে উদ্দেশ করে ব্যারিস্টার খোকন বলেন, ২০১৮ সালে জামায়াত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। তাদের আলাদা প্রতীক না থাকায় বিএনপি দয়া করেছিল বলেই তারা নির্বাচনে অংশ নিতে পেরেছিল। পরে তারা জোট পরিবর্তন করেছে এবং নানা সময়ে বিভিন্ন অবস্থান নিয়েছে। বিএনপির সঙ্গে না থাকার কারণে আওয়ামী লীগ আমলে জামায়াতের বহু নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, আর তারা একেক সময় একেক ধরনের কথা বলে—এটাই এখন তাদের মূল নীতি।

তিনি বলেন, নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়, জাতির ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সর্বোচ্চ শক্তির প্রকাশ। কিন্তু যখন বিতর্কিত শক্তির প্রভাবে এই প্রক্রিয়া প্রভাবিত হয়, প্রশ্নবিদ্ধ দলগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাব-নিকাশ তৈরি হয়, তখন জনগণ বিভ্রান্ত হয়, রাজনীতি দুর্বল হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়ে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় দেশে ভোটাধিকারের স্বস্তি ফিরেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব রাব্বি মাহবুবসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সঙ্গে না থাকার কারণে আ.লীগ আমলে জামায়াতের অনেক নেতার ফাঁসি হয়েছে

বিএনপির সঙ্গে না থাকার কারণে আ.লীগ আমলে জামায়াতের অনেক নেতার ফাঁসি হয়েছে

আপডেট সময় ০৮:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপির সঙ্গে না থাকার কারণে আওয়ামী লীগ আমলে জামায়াতে ইসলামের অনেক নেতার ফাঁসি হয়েছে। বিভিন্ন সময়ে জোট পরিবর্তন করা ও নীতিহীন আচরণ এখন জামায়াতের রাজনৈতিক চরিত্রে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতকে উদ্দেশ করে ব্যারিস্টার খোকন বলেন, ২০১৮ সালে জামায়াত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। তাদের আলাদা প্রতীক না থাকায় বিএনপি দয়া করেছিল বলেই তারা নির্বাচনে অংশ নিতে পেরেছিল। পরে তারা জোট পরিবর্তন করেছে এবং নানা সময়ে বিভিন্ন অবস্থান নিয়েছে। বিএনপির সঙ্গে না থাকার কারণে আওয়ামী লীগ আমলে জামায়াতের বহু নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, আর তারা একেক সময় একেক ধরনের কথা বলে—এটাই এখন তাদের মূল নীতি।

তিনি বলেন, নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়, জাতির ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সর্বোচ্চ শক্তির প্রকাশ। কিন্তু যখন বিতর্কিত শক্তির প্রভাবে এই প্রক্রিয়া প্রভাবিত হয়, প্রশ্নবিদ্ধ দলগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাব-নিকাশ তৈরি হয়, তখন জনগণ বিভ্রান্ত হয়, রাজনীতি দুর্বল হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়ে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় দেশে ভোটাধিকারের স্বস্তি ফিরেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব রাব্বি মাহবুবসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।