ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গত ১০ বছরে জামায়াত দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

গত এক দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার তৈরি করা পরিবর্তনের পথকে কাজে লাগাতে চান তারা।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফখরুল বলেন, গত ১৫–১৬ বছর একটি “ভয়াবহ দানবীয় সরকার” দেশকে শাসন করেছে। নিজের লোক বসাতে গিয়ে তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।

দেশে ধর্মীয় পরিবেশ থাকলেও কেন সমাজে অন্যায়, দুর্নীতি ও অনৈতিকতার বিস্তার—সে প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম-উলামা থাকা সত্ত্বেও সমাজে এত পাপ ও অন্যায় কেন? একটি মসজিদ নির্মাণে আগ্রহ থাকলেও ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই উদ্যম দেখা যায় না।”

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো কার্যক্রম তারা দেখাতে না পারলেও এখন ‘পিআর-ভিত্তিক’ বক্তব্য দিয়ে সুর নরম করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়া ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গত ১০ বছরে জামায়াত দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

গত এক দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার তৈরি করা পরিবর্তনের পথকে কাজে লাগাতে চান তারা।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফখরুল বলেন, গত ১৫–১৬ বছর একটি “ভয়াবহ দানবীয় সরকার” দেশকে শাসন করেছে। নিজের লোক বসাতে গিয়ে তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।

দেশে ধর্মীয় পরিবেশ থাকলেও কেন সমাজে অন্যায়, দুর্নীতি ও অনৈতিকতার বিস্তার—সে প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম-উলামা থাকা সত্ত্বেও সমাজে এত পাপ ও অন্যায় কেন? একটি মসজিদ নির্মাণে আগ্রহ থাকলেও ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই উদ্যম দেখা যায় না।”

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো কার্যক্রম তারা দেখাতে না পারলেও এখন ‘পিআর-ভিত্তিক’ বক্তব্য দিয়ে সুর নরম করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়া ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।