ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

 

নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এবং তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সমর্থন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। শোডাউনে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে দলের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল অভিযোগ করে বলেন, “রায়পুরায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি গত ১৮ দিনে তৃণমূলের সঙ্গে কোনো সমন্বয় করতে পারেননি। যারা ১৭ বছর ধরে মামলা-জেল খেটে দল করেছেন, তাদের উপেক্ষা করে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মিটিং করছেন।”

জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেন, “আজকের শোডাউন প্রমাণ করে রায়পুরার মানুষ মনোনয়ন পরিবর্তন চায়। কেন্দ্রের কাছে চূড়ান্ত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, “বহুবার জেল খেটেছি, অসুস্থ হয়েও জেলে থেকেছি, তবুও দল ছাড়িনি। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে একটি মামলাও নেই।” তিনি রায়পুরায় মনোনয়ন নতুন করে বিবেচনার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

হ্যাঁ ভোটে বিজয় এলে সাংবাদিকদের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না: মুহাম্মদ আব্দুল্লাহ

রায়পুরায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় ০৫:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

 

নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এবং তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সমর্থন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। শোডাউনে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে দলের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল অভিযোগ করে বলেন, “রায়পুরায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি গত ১৮ দিনে তৃণমূলের সঙ্গে কোনো সমন্বয় করতে পারেননি। যারা ১৭ বছর ধরে মামলা-জেল খেটে দল করেছেন, তাদের উপেক্ষা করে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মিটিং করছেন।”

জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেন, “আজকের শোডাউন প্রমাণ করে রায়পুরার মানুষ মনোনয়ন পরিবর্তন চায়। কেন্দ্রের কাছে চূড়ান্ত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, “বহুবার জেল খেটেছি, অসুস্থ হয়েও জেলে থেকেছি, তবুও দল ছাড়িনি। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে একটি মামলাও নেই।” তিনি রায়পুরায় মনোনয়ন নতুন করে বিবেচনার আহ্বান জানান।