সুনামগঞ্জে জামায়াতের দুই প্রার্থী হাজারো মোটরসাইকেল নিয়ে নির্বাচনি শোডাউন করেছেন। জেলা জামায়াতের আমির ও সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁন এবং জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন নেতৃত্ব দেন এই শোডাউনে।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শোডাউনটি শহর প্রদক্ষিণ করে বিশ্বম্ভরপুর বাজারে শেষ হয়। সদর আসনের প্রার্থী শামস উদ্দিন বলেন, “সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর অঞ্চল দীর্ঘদিন অবহেলিত। সৎ নেতৃত্ব নির্বাচিত হলে অঞ্চলটি গড়ে তোলা সম্ভব। জামায়াত চাঁদাবাজি ও সন্ত্রাস চায় না; ক্ষমতায় এলে এসব নির্মূল করা হবে।”
শোডাউন শেষে তাহিরপুরে বক্তৃতা কালে মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেন, “বাংলাদেশকে অসুর শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। সৎ নেতৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে মুক্ত করা সম্ভব। গত ৫৪ বছরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে। নির্বাচিত হলে হাওর এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অগ্রাধিকার দেবো এবং কৃষক-শ্রমিকের ভাগ্য পরিবর্তনে কাজ করবো।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহসহ অন্যান্য নেতা।


























