ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘নারীদের শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না’-রাজশাহীতে ডাকসু ভিপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইসলামী ছাত্রশিবিরকে পরিকল্পিতভাবে ‘দানব আকারে’ উপস্থাপন করা হয়েছিল। বিশেষ করে দেখানোর চেষ্টা করা হয় যে শিবিরের হাতে নারীরা অনিরাপদ, অথচ বাস্তবে শিবিরই নারীদের সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে সক্ষম—বলে দাবি করেন তিনি।

শনিবার সকালে রাজশাহী কলেজ মাঠে “ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ” অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজনটি করে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির।

সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। তার মতে, আবাসন সংকট থেকে শুরু করে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানে ছাত্র সংসদই মূল প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে—নারীরা নাকি শিবিরকে ভোট দেবেন না। কিন্তু বাস্তবতা উল্টো। জনগণ শিবিরকে তাদের “প্রিয়জন” হিসেবে গ্রহণ করেছে এবং সংগঠনটি আজ জাতির “আশা-আকাঙ্ক্ষার বাতিঘর” বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীনসহ আরও অনেকে।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

‘নারীদের শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না’-রাজশাহীতে ডাকসু ভিপি

আপডেট সময় ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইসলামী ছাত্রশিবিরকে পরিকল্পিতভাবে ‘দানব আকারে’ উপস্থাপন করা হয়েছিল। বিশেষ করে দেখানোর চেষ্টা করা হয় যে শিবিরের হাতে নারীরা অনিরাপদ, অথচ বাস্তবে শিবিরই নারীদের সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে সক্ষম—বলে দাবি করেন তিনি।

শনিবার সকালে রাজশাহী কলেজ মাঠে “ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ” অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজনটি করে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির।

সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। তার মতে, আবাসন সংকট থেকে শুরু করে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানে ছাত্র সংসদই মূল প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে—নারীরা নাকি শিবিরকে ভোট দেবেন না। কিন্তু বাস্তবতা উল্টো। জনগণ শিবিরকে তাদের “প্রিয়জন” হিসেবে গ্রহণ করেছে এবং সংগঠনটি আজ জাতির “আশা-আকাঙ্ক্ষার বাতিঘর” বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীনসহ আরও অনেকে।