ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট “অত্যন্ত চ্যালেঞ্জিং”: সিইসি নাসির উদ্দিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।

সিইসি জানান, অন্তর্বর্তী সরকার কমিশনকে একই দিনে ভোট ও গণভোটের প্রস্তুতির জন্য চিঠি দিয়েছে। আইন প্রণয়ন শেষে কমিশন গণভোটের প্রস্তুতি শুরু করবে। তিনি উল্লেখ করেন, আগের নির্বাচন কমিশন এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেনি। “কোনও বিকল্প নেই, আইন মেনে কাজ করতে হবে,” বলেন সিইসি।

জনগণের প্রত্যাশা ও আগ্রহ উল্লেখ করে সিইসি বলেন, এটি কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হলেও মূল লক্ষ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রদান। তিনি আশ্বাস দেন, রাজনৈতিক বাস্তবতা যতই জটিল হোক, স্বচ্ছ নির্বাচন সম্পন্ন হলে পরিস্থিতি শান্ত হবে।

সিইসি আরও জানান, ইতিমধ্যে ২১ লক্ষ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে এবং বিদেশে থাকা কিছু বাংলাদেশি ভোটারের বিষয়ও যাচাই করা হয়েছে। মিয়ানমারের নাগরিক নীলফামারিতে ভোটার হওয়া কয়েকজনকেও শনাক্ত করা হয়েছে।

আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত গণভোটের ব্যালট কেমন হবে তা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে চারটি পয়েন্টে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট হবে। এছাড়া নির্বাচনের আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি তথ্যপ্রযুক্তির ব্যবহার উল্লেখ করেন এবং নিশ্চিত করেন, কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট “অত্যন্ত চ্যালেঞ্জিং”: সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।

সিইসি জানান, অন্তর্বর্তী সরকার কমিশনকে একই দিনে ভোট ও গণভোটের প্রস্তুতির জন্য চিঠি দিয়েছে। আইন প্রণয়ন শেষে কমিশন গণভোটের প্রস্তুতি শুরু করবে। তিনি উল্লেখ করেন, আগের নির্বাচন কমিশন এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেনি। “কোনও বিকল্প নেই, আইন মেনে কাজ করতে হবে,” বলেন সিইসি।

জনগণের প্রত্যাশা ও আগ্রহ উল্লেখ করে সিইসি বলেন, এটি কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হলেও মূল লক্ষ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রদান। তিনি আশ্বাস দেন, রাজনৈতিক বাস্তবতা যতই জটিল হোক, স্বচ্ছ নির্বাচন সম্পন্ন হলে পরিস্থিতি শান্ত হবে।

সিইসি আরও জানান, ইতিমধ্যে ২১ লক্ষ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে এবং বিদেশে থাকা কিছু বাংলাদেশি ভোটারের বিষয়ও যাচাই করা হয়েছে। মিয়ানমারের নাগরিক নীলফামারিতে ভোটার হওয়া কয়েকজনকেও শনাক্ত করা হয়েছে।

আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত গণভোটের ব্যালট কেমন হবে তা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে চারটি পয়েন্টে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট হবে। এছাড়া নির্বাচনের আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি তথ্যপ্রযুক্তির ব্যবহার উল্লেখ করেন এবং নিশ্চিত করেন, কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।