ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুধ দিয়ে ‘পবিত্র’ হয়ে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের তুষার আলীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ব্যতিক্রমী পদত্যাগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর দলের দুঃসময়ে কাজ করেও যথাযথ মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুষার আলী দুধ দিয়ে গোসল করে দলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) খচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে এই অনন্য পদত্যাগের দৃশ্য প্রকাশ্যে ঘটান তিনি। দুধ ঢেলে গোসলের পর জনসম্মুখে তিনি ঘোষণা দেন, আর কোনোভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না।

অভিযোগ করে তুষার আলী বলেন, প্রায় দুই দশক ধরে দলের হয়ে কাজ করলেও শেষ পর্যন্ত তার ত্যাগ-অবদান কোনোটাই মূল্যায়িত হয়নি। বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হলেও নিষ্ঠার সঙ্গে সংগঠনের পাশে থেকেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নিজেকে অবহেলিত মনে করায় তিনি ব্যথিত হন।

তার ভাষায়, “মনে হলো এতদিনের রাজনীতিতে হয়তো পাপ জমেছে। তাই দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করলাম এবং এই রাজনীতি থেকে মুক্ত হলাম।”

জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম জানান, তুষার আলী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো পরিষ্কার নয়। তার সঙ্গে কথা বললেই বিষয়টি বিস্তারিত বলা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

হ্যাঁ ভোটে বিজয় এলে সাংবাদিকদের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না: মুহাম্মদ আব্দুল্লাহ

দুধ দিয়ে ‘পবিত্র’ হয়ে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের তুষার আলীর

আপডেট সময় ০৪:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ব্যতিক্রমী পদত্যাগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর দলের দুঃসময়ে কাজ করেও যথাযথ মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুষার আলী দুধ দিয়ে গোসল করে দলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) খচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে এই অনন্য পদত্যাগের দৃশ্য প্রকাশ্যে ঘটান তিনি। দুধ ঢেলে গোসলের পর জনসম্মুখে তিনি ঘোষণা দেন, আর কোনোভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না।

অভিযোগ করে তুষার আলী বলেন, প্রায় দুই দশক ধরে দলের হয়ে কাজ করলেও শেষ পর্যন্ত তার ত্যাগ-অবদান কোনোটাই মূল্যায়িত হয়নি। বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হলেও নিষ্ঠার সঙ্গে সংগঠনের পাশে থেকেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নিজেকে অবহেলিত মনে করায় তিনি ব্যথিত হন।

তার ভাষায়, “মনে হলো এতদিনের রাজনীতিতে হয়তো পাপ জমেছে। তাই দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করলাম এবং এই রাজনীতি থেকে মুক্ত হলাম।”

জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম জানান, তুষার আলী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো পরিষ্কার নয়। তার সঙ্গে কথা বললেই বিষয়টি বিস্তারিত বলা সম্ভব হবে।