কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শনিবার (২২ নভেম্বর) বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত হয়েছেন। শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে নুরু খান বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গেলে ছিড়ে থাকা বিদ্যুতের তারে পা লাগার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে দৌড়ে ছুটে যান ছোট ভাই ফজলু খান, কিন্তু তিনি একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















