ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি হজে আরাফার খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ, ২০ ভাষায় হবে সরাসরি সম্প্রচার

চলতি হজ মৌসুম (১৪৪৬ হিজরি) উপলক্ষে আরাফা দিবসে হজের খুতবা প্রদান করবেন সৌদি আরবের প্রখ্যাত ইসলামি স্কলার ও বিচারক শায়খ সালেহ বিন হুমাইদ। তাকে এ দায়িত্ব দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি বহু বছর ধরে ইসলামি জ্ঞান, বিচারিক শাসন এবং হিকমাহপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে মুসলিম বিশ্বের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার বক্তৃতা, প্রজ্ঞা ও পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ ইসলামী জগতে গভীর প্রভাব রাখে।

প্রত্যেক হজ মৌসুমেই ৯ জিলহজ তারিখে অনুষ্ঠিত আরাফার দিন হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অংশ হিসেবে বিবেচিত। এই দিনে মসজিদে নামিরাহ থেকে দেওয়া খুতবা লাখো হাজীর জন্য দিকনির্দেশনা ও আত্মশুদ্ধির বার্তা বহন করে। ঐতিহাসিকভাবেও এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন।

সৌদি সরকারের উদ্যোগে হজের এই খুতবা বাংলাসহ প্রায় ২০টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে, যাতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলমানরা একযোগে এ খুতবার বার্তা গ্রহণ করতে পারেন।

চলতি বছর আরাফা দিবস আগামী ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ওইদিন হবে ১৪৪৬ হিজরির ৯ জিলহজ — হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার দিন।

হজের খুতবার এই আন্তর্জাতিক সম্প্রচার ইসলামের普ার্থিবতা এবং একতার বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন, ইনসাইড দ্য হারামাইন.

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নির্বাচন না হলে নিজেকে অপরাধী ভাবব: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস”

চলতি হজে আরাফার খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ, ২০ ভাষায় হবে সরাসরি সম্প্রচার

আপডেট সময় ০৮:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

চলতি হজ মৌসুম (১৪৪৬ হিজরি) উপলক্ষে আরাফা দিবসে হজের খুতবা প্রদান করবেন সৌদি আরবের প্রখ্যাত ইসলামি স্কলার ও বিচারক শায়খ সালেহ বিন হুমাইদ। তাকে এ দায়িত্ব দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি বহু বছর ধরে ইসলামি জ্ঞান, বিচারিক শাসন এবং হিকমাহপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে মুসলিম বিশ্বের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার বক্তৃতা, প্রজ্ঞা ও পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ ইসলামী জগতে গভীর প্রভাব রাখে।

প্রত্যেক হজ মৌসুমেই ৯ জিলহজ তারিখে অনুষ্ঠিত আরাফার দিন হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অংশ হিসেবে বিবেচিত। এই দিনে মসজিদে নামিরাহ থেকে দেওয়া খুতবা লাখো হাজীর জন্য দিকনির্দেশনা ও আত্মশুদ্ধির বার্তা বহন করে। ঐতিহাসিকভাবেও এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন।

সৌদি সরকারের উদ্যোগে হজের এই খুতবা বাংলাসহ প্রায় ২০টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে, যাতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলমানরা একযোগে এ খুতবার বার্তা গ্রহণ করতে পারেন।

চলতি বছর আরাফা দিবস আগামী ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ওইদিন হবে ১৪৪৬ হিজরির ৯ জিলহজ — হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার দিন।

হজের খুতবার এই আন্তর্জাতিক সম্প্রচার ইসলামের普ার্থিবতা এবং একতার বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন, ইনসাইড দ্য হারামাইন.