ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এ মুহূর্তে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

রবিবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুরে ‘চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়’-এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

তিনি বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আবু সাঈদ রক্ত দিয়েছে, চট্টগ্রামের ছাত্রদল নেতা অসীম রক্ত দিয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য হাজারো মানুষ ত্যাগ স্বীকার করেছে।”

এসময় তিনি একদলীয় প্রচারণার সমালোচনা করে বলেন, “একটি দল বলছে তাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আল্লাহ ছাড়া জান্নাতের চাবি কারো হাতে নেই।”
তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “সারাদেশে জোয়ার এসেছে। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, বেগম খালেদা জিয়া আসবে, তারেক রহমান আসবে। শান্তি, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিদার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, তারেক ইমাম বাবুল, মাসুদ রানা, মহসীন মন্টু ও হুমায়ুন কবীর প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

হাদির লড়াই ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ার, সহিংসতার নয়—তাসনিম জারা

নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান

আপডেট সময় ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এ মুহূর্তে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

রবিবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুরে ‘চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়’-এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

তিনি বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আবু সাঈদ রক্ত দিয়েছে, চট্টগ্রামের ছাত্রদল নেতা অসীম রক্ত দিয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য হাজারো মানুষ ত্যাগ স্বীকার করেছে।”

এসময় তিনি একদলীয় প্রচারণার সমালোচনা করে বলেন, “একটি দল বলছে তাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আল্লাহ ছাড়া জান্নাতের চাবি কারো হাতে নেই।”
তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “সারাদেশে জোয়ার এসেছে। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, বেগম খালেদা জিয়া আসবে, তারেক রহমান আসবে। শান্তি, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিদার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, তারেক ইমাম বাবুল, মাসুদ রানা, মহসীন মন্টু ও হুমায়ুন কবীর প্রমুখ।