ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ভূমিকম্প আল্লাহর নির্ধারিত প্রাকৃতিক ঘটনা হলেও দায়িত্বহীনতা, দুর্নীতি ও পরিকল্পনাহীন নগরায়নের কারণে এই প্রাকৃতিক বিষয় বাংলাদেশে বড় দুর্যোগে পরিণত হয়েছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, দেশের কোনো শহরই পরিকল্পনামাফিক গড়ে ওঠেনি। অথচ পৌরসভা, সিটি কর্পোরেশন, রাজউকসহ অসংখ্য সরকারি সংস্থা থাকা সত্ত্বেও নগরগুলো আজ “মৃত্যুফাঁদে” পরিণত হয়েছে। এর দায় রাষ্ট্র পরিচালনায় অতীতে যারা ছিলেন, সবাইকে নিতে হবে।
চরমোনাই পীর বলেন, জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশ শৃঙ্খলা, প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কারণে নিরাপদ থাকতে পারছে। কিন্তু অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকার অবস্থা আজ ভয়াবহ। সাম্প্রতিক ভূমিকম্প মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে; কেউ কেউ হতাশায় ভুগছেন।
তিনি ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বলেন, “ঝুঁকিপূর্ণ ভবন তৈরি হয়েছে রাষ্ট্রের অবহেলা ও দুর্নীতির কারণে—তাই পুনর্বাসনের দায়ও রাষ্ট্রকেই বহন করতে হবে।”
যেকোনো দুর্যোগের পর সরকারি সংস্থাগুলো নড়ে চড়ে বসে—এমন প্রবণতা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।
অন্যদিকে সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর রহমত ছাড়া বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। তাই সবাইকে তওবা-ইস্তেগফার করে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।






















