রাজধানীর রামপুরায় জুলাই–আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত ২৮ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে আজ সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।
সকাল থেকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এলাকার প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর টহল টিম।
র্যাব-৩–এর ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দুজন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। নির্দেশনা না আসা পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল আজ শুনানি নেবেন। পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এ মামলার চার আসামির মধ্যে দুজন—বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম—কারাগারে রয়েছেন। গত ২২ অক্টোবর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পলাতক দুইজন হলেন—ডিএমপি খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।
তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। রামপুরায় আন্দোলনের সময় ২৮ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে গুলি চালানোসহ নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে।


























