আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের প্রচারণায় মোটরসাইকেল র্যালির সময় একাধিক দুর্ঘটনা ঘটায় দলটির কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নেয়।
সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে আমিরে জামায়াত দেশের সব জেলা ও মহানগর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন।
দলটির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সব প্রচারণা শান্তিপূর্ণ ও নিরাপদ পদ্ধতিতে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।






















