শেখ হাসিনার রায়কে ঘিরে ঘোষিত লকডাউন কর্মসূচিতে নাশকতার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও লকডাউন কর্মসূচির প্রধান সমন্বয়ক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতেই আলগী ইউনিয়নের চরবালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৌহিদুর রহমান বুলবুল লকডাউন কর্মসূচিতে নেতৃত্বের ভূমিকা পালন করেন। আলগী ও হামিরদী ইউনিয়নে শান্তিপূর্ণ আন্দোলনকে নাশকতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা রয়েছে।
গত ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায়ের দিনক্ষণ ঘোষণাকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচির সময় বুলবুল ও স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার মাতুব্বরের নেতৃত্বে ভাঙ্গা–খুলনা মহাসড়কের শুয়োদি বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন ধরিয়ে নাশকতার ঘটনা ঘটে। শিশুদের ব্যবহারসহ ঘটনাটির ছবি দৈনিক আমার দেশ ও অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে বিষয়টি।
যৌথ বাহিনীর বিশেষ অভিযানের ধারাবাহিকতায় রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বুলবুলকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, লকডাউন ঘিরে নাশকতার ঘটনায় ১২ জন ইউপি চেয়ারম্যানসহ নামীয় ১৭৭ জন এবং আরও প্রায় ১১০০ জন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এছাড়া গত ১৩ সেপ্টেম্বর দুটি থানা ও উপজেলা পরিষদে নাশকতার ঘটনায় বুলবুলসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হয়। এসব ঘটনায় পুলিশ এ পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।






















