ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ, আইএফআইসি ব্যাংকে ৫৪ কোটি টাকাও অবরুদ্ধের নির্দেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

 

মৃত্যুদণ্ডসংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে থাকা গাজীপুরের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আইএফআইসি ব্যাংকের একটি হিসাব থেকে ৫৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতে আবেদন করেন যে আসামিরা স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

গত ২০ এপ্রিল দুদক একটি মামলায় অভিযোগ করে যে জালিয়াতির মাধ্যমে মর্টগেজ সম্পত্তির অতিমূল্যায়ন করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীদের প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা ৮৭ কোটি টাকার জমিকে অস্বাভাবিকভাবে ১,০২০ কোটি টাকা মূল্যায়ন করে। পরে বন্ডের মাধ্যমে এক হাজার কোটি টাকা সংগ্রহ করে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের হিসাবে জমা করা হয়। সেখান থেকে ২০০ কোটি টাকার এফডিআর করা হয় এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাদির লড়াই ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ার, সহিংসতার নয়—তাসনিম জারা

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দ, আইএফআইসি ব্যাংকে ৫৪ কোটি টাকাও অবরুদ্ধের নির্দেশ

আপডেট সময় ০৫:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

মৃত্যুদণ্ডসংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে থাকা গাজীপুরের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আইএফআইসি ব্যাংকের একটি হিসাব থেকে ৫৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতে আবেদন করেন যে আসামিরা স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

গত ২০ এপ্রিল দুদক একটি মামলায় অভিযোগ করে যে জালিয়াতির মাধ্যমে মর্টগেজ সম্পত্তির অতিমূল্যায়ন করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীদের প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা ৮৭ কোটি টাকার জমিকে অস্বাভাবিকভাবে ১,০২০ কোটি টাকা মূল্যায়ন করে। পরে বন্ডের মাধ্যমে এক হাজার কোটি টাকা সংগ্রহ করে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের হিসাবে জমা করা হয়। সেখান থেকে ২০০ কোটি টাকার এফডিআর করা হয় এবং অবশিষ্ট ৮০০ কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।