ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৮ দলীয় প্ল্যাটফর্মে জমছে সমীকরণ: অন্তত ১০০ আসনে লড়তে প্রস্তুত খেলাফত মজলিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১০৪৭ বার পড়া হয়েছে

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি জানায়—তাদের প্রার্থী চূড়ান্তকরণের কাজ প্রায় শেষ, আর সম্ভাব্য প্রার্থীদের একটি দীর্ঘ তালিকাও হাতে রয়েছে।

খেলাফত মজলিস আট দলীয় প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কাজ করলেও জোটগতভাবে নির্বাচনে যাবে কিনা—সে বিষয়ে এখনো অপেক্ষা করছে নীতিনির্ধারকদের সিদ্ধান্তের জন্য। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, অভ্যন্তরীণ মূল্যায়নে তারা ২৭৪টি আসনে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত রেখেছে। তবে জোটগত সমঝোতা হলে আসনসংখ্যা ১০০-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তিনি বলেন, “আমাদের ন্যূনতম লক্ষ্য ১০০ আসন। আট দলের সমন্বয় সভা শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।”

জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা চলমান। খেলাফত আন্দোলনের এক জ্যেষ্ঠ নেতা জানান, গত এক সপ্তাহ ধরে জোটে গভীর আলোচনা চলছে। যেহেতু জামায়াতে ইসলামী প্ল্যাটফর্মের সবচেয়ে বড় দল, তাই তাদের বেশি আসন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। তবে চূড়ান্ত ঐক্য বজায় রাখতে প্রতিটি দলকেই কিছুটা ছাড় দিতে হবে।

তিনি আরও জানান, আট দলের কেন্দ্রীয় নেতৃত্বকে নির্বাচনে পাঠানো নিয়ে অভিন্ন মত প্রতিষ্ঠিত হয়েছে, ফলে প্রার্থী বাছাইয়ে শীর্ষ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার জানান—তাদের দলও অন্তত ১০০ আসনে লড়তে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আট দলের যৌথ সভায়।

নির্বাচন ঘিরে জোট-সমঝোতা ও আসন ভাগাভাগির এই তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল সংসদ ভবনে শহিদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তা নির্দেশনা জারি

৮ দলীয় প্ল্যাটফর্মে জমছে সমীকরণ: অন্তত ১০০ আসনে লড়তে প্রস্তুত খেলাফত মজলিস

আপডেট সময় ০৬:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি জানায়—তাদের প্রার্থী চূড়ান্তকরণের কাজ প্রায় শেষ, আর সম্ভাব্য প্রার্থীদের একটি দীর্ঘ তালিকাও হাতে রয়েছে।

খেলাফত মজলিস আট দলীয় প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কাজ করলেও জোটগতভাবে নির্বাচনে যাবে কিনা—সে বিষয়ে এখনো অপেক্ষা করছে নীতিনির্ধারকদের সিদ্ধান্তের জন্য। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, অভ্যন্তরীণ মূল্যায়নে তারা ২৭৪টি আসনে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত রেখেছে। তবে জোটগত সমঝোতা হলে আসনসংখ্যা ১০০-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তিনি বলেন, “আমাদের ন্যূনতম লক্ষ্য ১০০ আসন। আট দলের সমন্বয় সভা শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।”

জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা চলমান। খেলাফত আন্দোলনের এক জ্যেষ্ঠ নেতা জানান, গত এক সপ্তাহ ধরে জোটে গভীর আলোচনা চলছে। যেহেতু জামায়াতে ইসলামী প্ল্যাটফর্মের সবচেয়ে বড় দল, তাই তাদের বেশি আসন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। তবে চূড়ান্ত ঐক্য বজায় রাখতে প্রতিটি দলকেই কিছুটা ছাড় দিতে হবে।

তিনি আরও জানান, আট দলের কেন্দ্রীয় নেতৃত্বকে নির্বাচনে পাঠানো নিয়ে অভিন্ন মত প্রতিষ্ঠিত হয়েছে, ফলে প্রার্থী বাছাইয়ে শীর্ষ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার জানান—তাদের দলও অন্তত ১০০ আসনে লড়তে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আট দলের যৌথ সভায়।

নির্বাচন ঘিরে জোট-সমঝোতা ও আসন ভাগাভাগির এই তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।