ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সামনে, লটারিতে চূড়ান্ত করা হলো দেশের ৬৪ জেলার নতুন এসপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নির্বাচন করা হয়েছে লটারির মাধ্যমে। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে অনুষ্ঠিত এ লটারিতে চূড়ান্ত করা হয় নতুন এসপিদের নাম, যাদের শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধি।

সূত্র জানায়, যেসব কর্মকর্তা পূর্বে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকেই ম্যানুয়াল লটারির মাধ্যমে বাছাই করা হয় ৬৪ জন এসপি।

জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ৬ জেলায় নতুন এসপি নিয়োগ স্থগিত রাখা হয়েছিল। তাদের ক্ষেত্রেও এই লটারির সিদ্ধান্ত কার্যকর হবে। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন নিয়োগ ও বদলি নীতিমালার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১৯ নভেম্বর ইসি সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছিল। সেই দাবি ও নীতিমালার ধারাবাহিকতায় এবার লটারির মাধ্যমে চূড়ান্ত হলো দেশের ৬৪ জেলার এসপি।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল সংসদ ভবনে শহিদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তা নির্দেশনা জারি

নির্বাচন সামনে, লটারিতে চূড়ান্ত করা হলো দেশের ৬৪ জেলার নতুন এসপি

আপডেট সময় ১০:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নির্বাচন করা হয়েছে লটারির মাধ্যমে। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে অনুষ্ঠিত এ লটারিতে চূড়ান্ত করা হয় নতুন এসপিদের নাম, যাদের শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধি।

সূত্র জানায়, যেসব কর্মকর্তা পূর্বে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকেই ম্যানুয়াল লটারির মাধ্যমে বাছাই করা হয় ৬৪ জন এসপি।

জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ৬ জেলায় নতুন এসপি নিয়োগ স্থগিত রাখা হয়েছিল। তাদের ক্ষেত্রেও এই লটারির সিদ্ধান্ত কার্যকর হবে। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন নিয়োগ ও বদলি নীতিমালার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১৯ নভেম্বর ইসি সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছিল। সেই দাবি ও নীতিমালার ধারাবাহিকতায় এবার লটারির মাধ্যমে চূড়ান্ত হলো দেশের ৬৪ জেলার এসপি।