ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ২৯ হাজার ৭০৮ প্রবাসী বাংলাদেশি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য বিদেশে অবস্থানরত ২৯ হাজার ৭০৮ জন বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২৬ হাজার ৫৮ জন এবং নারী ৩ হাজার ৬৫০ জন। প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পান। অ্যাপ চালুর পর থেকেই বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দ্রুতগতিতে নিবন্ধন করছেন।

দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া থেকে সর্বোচ্চ ৮ হাজার ৩৮২ জন এবং জাপান থেকে ৫ হাজার ৫৯৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া চালু করেছে। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ভোটার, সরকারি দায়িত্বে নিজ এলাকা থেকে বাইরে থাকা কর্মকর্তা এবং অন্যান্য মিলিয়ে প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সুবিধার আওতায় আনা হচ্ছে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী অঞ্চলভিত্তিকভাবে ১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে নিবন্ধন কার্যক্রম চলবে।

নিবন্ধন করতে প্রবাসীদের স্থানীয় মোবাইল নম্বর ব্যবহার করে Google Play Store বা App Store থেকে অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ব্যালট সঠিকভাবে পৌঁছানোর জন্য বিদেশের ঠিকানা সঠিকভাবে প্রদান করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে ইসি।

প্রয়োজনে আরেকটি সংস্করণ বা আরও সংক্ষিপ্ত/বিস্তৃত করে দিতে পারি।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল সংসদ ভবনে শহিদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তা নির্দেশনা জারি

বিদেশে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ২৯ হাজার ৭০৮ প্রবাসী বাংলাদেশি

আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য বিদেশে অবস্থানরত ২৯ হাজার ৭০৮ জন বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২৬ হাজার ৫৮ জন এবং নারী ৩ হাজার ৬৫০ জন। প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পান। অ্যাপ চালুর পর থেকেই বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দ্রুতগতিতে নিবন্ধন করছেন।

দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া থেকে সর্বোচ্চ ৮ হাজার ৩৮২ জন এবং জাপান থেকে ৫ হাজার ৫৯৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া চালু করেছে। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ভোটার, সরকারি দায়িত্বে নিজ এলাকা থেকে বাইরে থাকা কর্মকর্তা এবং অন্যান্য মিলিয়ে প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সুবিধার আওতায় আনা হচ্ছে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী অঞ্চলভিত্তিকভাবে ১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে নিবন্ধন কার্যক্রম চলবে।

নিবন্ধন করতে প্রবাসীদের স্থানীয় মোবাইল নম্বর ব্যবহার করে Google Play Store বা App Store থেকে অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ব্যালট সঠিকভাবে পৌঁছানোর জন্য বিদেশের ঠিকানা সঠিকভাবে প্রদান করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে ইসি।

প্রয়োজনে আরেকটি সংস্করণ বা আরও সংক্ষিপ্ত/বিস্তৃত করে দিতে পারি।