ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি নয়, বরং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শিল্পীরা তাদের শিল্পচর্চায় স্বাধীন হলেও আল্লাহ, ইসলাম বা অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই।

রাশেদ খাঁন লিখেছেন, “বাউল আবুল সরকারের বক্তব্য একটু আগে শুনলাম। সে ইচ্ছাকৃতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এমন কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না; কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার আপনার নেই। এমনকি হিন্দু ধর্ম এবং হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তির অধিকার কারও নেই।”

তিনি আরও বলেন, দেশে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার কারও নেই। যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তারা আগে তার বক্তব্য শুনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের মতে, আবুল সরকারের মন্তব্য সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। তিনি বলেন, “বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না। আমরা সমাজে শান্তি চাই; ধর্ম নিয়ে বিভাজন বা বিতর্ক চাই না।”

জনপ্রিয় সংবাদ

ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন

আপডেট সময় ১১:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি নয়, বরং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শিল্পীরা তাদের শিল্পচর্চায় স্বাধীন হলেও আল্লাহ, ইসলাম বা অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই।

রাশেদ খাঁন লিখেছেন, “বাউল আবুল সরকারের বক্তব্য একটু আগে শুনলাম। সে ইচ্ছাকৃতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এমন কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না; কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার আপনার নেই। এমনকি হিন্দু ধর্ম এবং হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তির অধিকার কারও নেই।”

তিনি আরও বলেন, দেশে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার কারও নেই। যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তারা আগে তার বক্তব্য শুনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের মতে, আবুল সরকারের মন্তব্য সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। তিনি বলেন, “বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না। আমরা সমাজে শান্তি চাই; ধর্ম নিয়ে বিভাজন বা বিতর্ক চাই না।”