ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের রাজনৈতিক অংশগ্রহণ না করার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আহ্বান জানিয়েছেন, তারা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হয়ে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক দিনব্যাপী সংলাপে এই আহ্বান জানান সিইসি। এবারের নির্বাচনের জন্য কমিশন ৮১টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে। সকালের সেশনে ৪১টি সংস্থাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

সিইসি বলেন, “নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই এবং এটি পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো প্রক্রিয়াটি দেখতে চাই।”

তিনি আরও জানিয়েছেন, পর্যবেক্ষকদের মাঠকর্মীরা যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণায় যুক্ত না হন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


 

জনপ্রিয় সংবাদ

আগামীকাল সংসদ ভবনে শহিদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তা নির্দেশনা জারি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের রাজনৈতিক অংশগ্রহণ না করার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের

আপডেট সময় ০১:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আহ্বান জানিয়েছেন, তারা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হয়ে নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক দিনব্যাপী সংলাপে এই আহ্বান জানান সিইসি। এবারের নির্বাচনের জন্য কমিশন ৮১টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে। সকালের সেশনে ৪১টি সংস্থাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

সিইসি বলেন, “নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই এবং এটি পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো প্রক্রিয়াটি দেখতে চাই।”

তিনি আরও জানিয়েছেন, পর্যবেক্ষকদের মাঠকর্মীরা যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণায় যুক্ত না হন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।