ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে খালেদা জিয়া: সুস্থতা কামনায় মির্জা ফখরুলের আবেগঘন বার্তা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আবেগময় পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা— “সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।”

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসক বোর্ডের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ শনাক্ত হয়েছে, যা ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়েছে। সোমবার অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আরও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, রোববার রাতেই গুলশানের বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১১টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানানো হয়— খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো।

 

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

হাসপাতালে খালেদা জিয়া: সুস্থতা কামনায় মির্জা ফখরুলের আবেগঘন বার্তা

আপডেট সময় ০৪:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আবেগময় পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা— “সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।”

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসক বোর্ডের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ শনাক্ত হয়েছে, যা ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়েছে। সোমবার অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আরও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, রোববার রাতেই গুলশানের বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১১টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানানো হয়— খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো।