জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের নেতা সাইফুল্যাহ সানী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি জানান, প্রায় ছয় মাস ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক কিছু দলীয় কর্মকাণ্ড তার ব্যক্তিগত আদর্শ ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। বিশেষ করে তিনি অভিযোগ করেন, মুশরিক বাউল শিল্পীকে সমর্থন এবং আল্লাহ তাআলা ও রাসূল (সা.)–এর শানে বেয়াদবিসূচক বক্তব্যকে দলীয়ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না।
সাইফুল্যাহ সানী বলেন, “আমার কাছে আমার ইসলাম, আমার বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ সব রাজনৈতিক আদর্শ ও পার্থিব স্বার্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও উল্লেখ করেন, যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি কোনো রাজনৈতিক দলই সহ্য করে না, তেমনি একজন মুসলিমের কাছে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)–এর মর্যাদা সর্বোচ্চ। সেই মর্যাদায় আঘাত তিনি কখনোই মেনে নেবেন না।
ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এ পরিস্থিতি সমাধান অসম্ভব জানিয়ে তিনি জাতীয় যুবশক্তির সকল কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। বিবৃতির শেষে তিনি নিজেকে পরিচয় দেন—
“সাইফুল্যাহ সানী, সাবেক মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি ভোলা জেলা।”
এর আগে এনসিপির নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচারসচিব ফাইয়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি ফেসবুকে এক পোস্টে এনসিপিকে বয়কটের আহ্বান জানান।
























