গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান মঙ্গলবার (২৫ নভেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে ঘোষণা করেছেন, নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ পেলে তিনি রাজনীতি ছাড়বেন। তিনি বলেন, ভোটের জন্য ভয়ের রাজনীতি চলবে না এবং আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন।
রাঁশেদ খান ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, তিনি তাদের নেতা বা ভাই হিসেবে আসেননি, বরং সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি বর্তমান সরকারের কৃষি ও শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার কথাও তুলে ধরেন এবং নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রয়োজনীয়তা স্মরণ করান। পথসভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন।




















