সৌদি আরবের আলবাহা প্রদেশের বাসিন্দা হামদাহ আল-গামেদি ৭০ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে নতুন উদাহরণ স্থাপন করেছেন। ‘তারতিল’ নামের স্থানীয় দাতব্য সংস্থার অধীনে পরিচালিত ‘হালকাতু তাহফিজিল কোরআন’-এ তিনি দীর্ঘ দুই দশকের পরিশ্রমের পর কোরআন মুখস্থ করেছেন। শৈশব থেকেই কোরআন মুখস্থের আগ্রহ থাকা গামেদি নানা বাধার মুখে পড়েও জীবনের এই পর্বে হিফজ সম্পন্ন করেন। তার এই অর্জনে সংস্থার পক্ষ থেকে একটি সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। হিফজ শিক্ষিকা এবং সংস্থার কর্মকর্তা ও কর্মকর্তারা তার অধ্যবসায় ও উদ্দীপনায় প্রশংসা জানান।
৭০ বছর বয়সেও কোরআন হিফজ করে অনন্য নজির স্থাপন সৌদি বৃদ্ধার
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ০৭:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- ৫৫৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























