লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম নয়নসহ দুই সহযোগীকে আটক করেছে উপজেলা কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে রামগতি কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের অভিযান দুপুর ১১ টার দিকে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাটে পরিচালিত হয়। অভিযানকালে নয়নসহ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে চাঁদাবাজির রশিদ বই উদ্ধার করা হয়। অভিযুক্তরা লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের রামগতি থানাে হস্তান্তর করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছেন এবং বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

























