বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার (২৫ নভেম্বর) বলেন, পুলিশ সুপার (এসপি) বদলিতে লটারির মাধ্যমে দায়িত্ব বন্টন একটি ভালো পদ্ধতি হতে পারে না। এ বিষয়ে তিনি মন্তব্য করেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর।
তিনি বলেন, “এটি একটি রাজনৈতিক দলের দাবি। লটারি পদ্ধতিতে দায়িত্ব দিলে প্রত্যাশিত ফলাফল পাওয়া নাও যেতে পারে। প্রত্যেকের বিশেষ যোগ্যতা ভিন্ন, সেক্ষেত্রে লটারি উপযুক্ত নয়।” তবে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নজরুল ইসলাম খান আরও বলেন, সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ দায়িত্ব পান তাদের যোগ্যতার ভিত্তিতে। তাই নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করতে পারেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।




















