ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোলাকোট ইউনিয়ন যুবদলের কর্মী এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. ইউসুফ দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আনোয়ার ওই দাবি মানতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে চা দোকানে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইউসুফ ক্ষিপ্ত হয়ে আনোয়ারের বুকে ও পিঠে পরপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন বলেন, ইউসুফ যুবদলের একজন কর্মী এবং বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী জানান, চাঁদা পরিশোধ না করাকে কেন্দ্র করে ইউসুফ আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

আলেম-ওলামারা শুধুমাত্র বিএনপির কাছে নিরাপদ : শামা ওবায়েদ

রামগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৯:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোলাকোট ইউনিয়ন যুবদলের কর্মী এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. ইউসুফ দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আনোয়ার ওই দাবি মানতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে চা দোকানে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইউসুফ ক্ষিপ্ত হয়ে আনোয়ারের বুকে ও পিঠে পরপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন বলেন, ইউসুফ যুবদলের একজন কর্মী এবং বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী জানান, চাঁদা পরিশোধ না করাকে কেন্দ্র করে ইউসুফ আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।