ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি”: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত।”

মঙ্গলবার এক বক্তব্যে তিনি আরও বলেন, গত বছর দেশের বিরোধী রাজনৈতিক কর্মসূচির কঠিন সময়ে তাঁর ওপর নানা চাপ, মামলা ও জীবননাশের হুমকি থাকলেও তিনি দেশ ত্যাগ করেননি। কারণ, জনগণের পাশে থাকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেওয়া তাঁর দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম-খুন, মিথ্যা মামলা ও কারাবন্দি করার মাধ্যমে দেশকে ভয়াবহ অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণ ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে জেগে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি সবার প্রতি আহ্বান জানান—দল-মত নির্বিশেষে দেশের সার্বিক স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যাতে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

জনপ্রিয় সংবাদ

এ আঘাত কেবল হাদির ওপরে নয়, এ আঘাত বাংলাদেশের ওপরে: মির্জা আব্বাস

ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি”: জামায়াত আমির

আপডেট সময় ১১:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত।”

মঙ্গলবার এক বক্তব্যে তিনি আরও বলেন, গত বছর দেশের বিরোধী রাজনৈতিক কর্মসূচির কঠিন সময়ে তাঁর ওপর নানা চাপ, মামলা ও জীবননাশের হুমকি থাকলেও তিনি দেশ ত্যাগ করেননি। কারণ, জনগণের পাশে থাকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেওয়া তাঁর দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম-খুন, মিথ্যা মামলা ও কারাবন্দি করার মাধ্যমে দেশকে ভয়াবহ অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণ ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে জেগে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি সবার প্রতি আহ্বান জানান—দল-মত নির্বিশেষে দেশের সার্বিক স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যাতে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।