ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়নসহ তিনজন গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তার অন্য দুইজন হলেন নয়নের সহযোগী আহাদ হোসেন ও ইকবাল হোসেন। তারা সবাই রামগতি পৌরসভার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজির সময় কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে রামগতি স্টেশন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম সফিকুল ইসলাম বাদী হয়ে রামগতি থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোস্টগার্ড জানায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করছিল তারা। হাতেনাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলেও জানানো হয়। তার কাছ থেকে একটি রশিদ বই জব্দ করা হয়েছে, তবে লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ড আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়নসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তার অন্য দুইজন হলেন নয়নের সহযোগী আহাদ হোসেন ও ইকবাল হোসেন। তারা সবাই রামগতি পৌরসভার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজির সময় কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে রামগতি স্টেশন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম সফিকুল ইসলাম বাদী হয়ে রামগতি থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোস্টগার্ড জানায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করছিল তারা। হাতেনাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলেও জানানো হয়। তার কাছ থেকে একটি রশিদ বই জব্দ করা হয়েছে, তবে লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ড আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।