ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বস্তার ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সং ঘর্ষ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৮৫৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় বস্তার ব্যবসা নিয়ন্ত্রণের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এগ্রিটেক (লিঃ) কারখানার সামনে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, এগ্রিটেক কারখানায় বস্তা কেনাবেচা ও ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন এবং ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুলের অনুসারীদের মধ্যে বিরোধ বাড়ছিল। মঙ্গলবার দুপুরে এক পক্ষ দেশীয় অস্ত্র হাতে কারখানার সামনে মহড়া দিলে অপর পক্ষও পাল্টা শক্তি প্রদর্শন করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ভিপি হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বলেন, কালিয়াকৈর শিল্পাঞ্চল হওয়ায় বিভিন্ন কারখানায় নেতাদের নাম ভাঙিয়ে ঝুট ও বস্তার ব্যবসা চলে। এসব ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই নিয়মিত ঝামেলা হয়। “আজ যারা হট্টগোল করেছে তারা যেই পক্ষের হোক, এটি পুরো দলের জন্য লজ্জাজনক,” মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জুবায়ের জানান, দুপুরে বিএনপির দুই পক্ষের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

বস্তার ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সং ঘর্ষ

আপডেট সময় ০৯:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় বস্তার ব্যবসা নিয়ন্ত্রণের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এগ্রিটেক (লিঃ) কারখানার সামনে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, এগ্রিটেক কারখানায় বস্তা কেনাবেচা ও ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন এবং ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুলের অনুসারীদের মধ্যে বিরোধ বাড়ছিল। মঙ্গলবার দুপুরে এক পক্ষ দেশীয় অস্ত্র হাতে কারখানার সামনে মহড়া দিলে অপর পক্ষও পাল্টা শক্তি প্রদর্শন করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে ভিপি হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বলেন, কালিয়াকৈর শিল্পাঞ্চল হওয়ায় বিভিন্ন কারখানায় নেতাদের নাম ভাঙিয়ে ঝুট ও বস্তার ব্যবসা চলে। এসব ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই নিয়মিত ঝামেলা হয়। “আজ যারা হট্টগোল করেছে তারা যেই পক্ষের হোক, এটি পুরো দলের জন্য লজ্জাজনক,” মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জুবায়ের জানান, দুপুরে বিএনপির দুই পক্ষের ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।