আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তালেবান সরকারের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান যদি কোনো অভিযান পরিচালনা করে, তা স্বীকার করেই করে। ইসলামাবাদ আফগান জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধেই লড়াই করছে বলেও দাবি করেন তিনি।
এর আগে, আফগান তালেবান সরকার অভিযোগ করে জানায়—পাকিস্তান খোস্তসহ কয়েকটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে, যাতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তান সরাসরি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, গত মাসে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের মুখোমুখি সংঘর্ষে দুই দেশের সীমান্ত এলাকায় কয়েকশ মানুষ প্রাণ হারায়। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয়দান ও সমর্থনের অভিযোগে কাবুল-ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বাড়ছে।
























