ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা—যে সরকারই আসুক অভিনন্দন জানাবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তাকে জামায়াত অভিনন্দন জানাবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের উদ্যোগে মিরপুরের পিএসসি কনভেনশন হলে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, স্বৈরাচারী সরকারের সময় देशে তিনটি নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারেনি। দেশ গঠনে নারী-পুরুষ সকলে অংশ নেবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “কেউ যদি চোখ-মুখ না ঢাকেন, জামায়াত কাউকে বাধ্য করবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের অঙ্গীকার।”

সংস্কার-প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “এখনো সংস্কার হয়নি। কেউ না কেউ সবসময় কোনো না কোনো সংস্কারে বাধা দেয়। শুধু নির্বাচন চাই—এমনটা নয়; আমরা যেনতেন নির্বাচন চাই না, চাই সুষ্ঠু নির্বাচন।”

এর আগে বিকেলে ঢাকা সফররত কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রিফাত লতিফি জামায়াত আমিরের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা—যে সরকারই আসুক অভিনন্দন জানাবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তাকে জামায়াত অভিনন্দন জানাবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের উদ্যোগে মিরপুরের পিএসসি কনভেনশন হলে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, স্বৈরাচারী সরকারের সময় देशে তিনটি নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারেনি। দেশ গঠনে নারী-পুরুষ সকলে অংশ নেবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “কেউ যদি চোখ-মুখ না ঢাকেন, জামায়াত কাউকে বাধ্য করবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের অঙ্গীকার।”

সংস্কার-প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “এখনো সংস্কার হয়নি। কেউ না কেউ সবসময় কোনো না কোনো সংস্কারে বাধা দেয়। শুধু নির্বাচন চাই—এমনটা নয়; আমরা যেনতেন নির্বাচন চাই না, চাই সুষ্ঠু নির্বাচন।”

এর আগে বিকেলে ঢাকা সফররত কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রিফাত লতিফি জামায়াত আমিরের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।