ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেছেন, মাদকাসক্তির মতো ভয়াবহ সমাজব্যাধির লাগাম টেনে ধরার সময় এখনই। এ ক্ষেত্রে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব শ্রেণীপেশার মানুষের সক্রিয় ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি। এজন্য ঢাকা-১৪ আসনে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন তুলি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের পাইকপাড়ার বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ১২ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয়দের উদ্যোগে আয়োজিত ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, নিয়মিত নির্বাচনী প্রচারে বিভিন্ন এলাকায় নাগরিক সুবিধার ঘাটতি ও সড়ক–রাস্তাঘাটের বেহাল চিত্র চোখে পড়ে। নিম্ন আয়ের ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় ন্যূনতম নাগরিক সুবিধার অভাব, অপরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষা–খেলাধুলার সুযোগ সীমিত হওয়ায় তরুণরা বিপথগামী হচ্ছে। এসব এলাকা অপরাধ ও মাদক বাণিজ্যের হটস্পটে পরিণত হয়েছে।
তুলি অভিযোগ করে বলেন, অতীত আওয়ামী দুঃশাসনে দায়িত্বে অবহেলা, লুটপাট ও দুর্নীতির রেকর্ড সৃষ্টি করে দেশকে বহু বছর পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন—তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে তরুণদের আত্মকর্মসংস্থান, খেলাধুলা, বিনোদন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে উপযুক্ত পরিবেশ গড়ে তুলবেন।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে আধুনিক ও বাসযোগ্য ঢাকা-১৪ গড়তে রাস্তাঘাট উন্নয়ন, আবাসিক সেবার আধুনিকায়ন, খেলার মাঠ নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি।
১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএমএ রাজ্জাক ও ছাত্রদল নেতা রবিন খান।

























