ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় সাবেক সেনা সদস্যসহ বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৩৮৪ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি ও সাবেক সেনা সদস্যসহ ৬০ জন বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড (কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসা) মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।

​যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার আমীর মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলার নায়েবে আমীর মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা শিবিরের সভাপতি মুনিরুল ইসলাম মুনির প্রমুখ।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হলো।”

​জামায়াতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির কর্মী রফিকুল ইসলাম। জানা যায় তার বিএনপি’র কর্মী রফিকুল ইসলামের নেতৃত্বে কালিশ গ্রামের সাবেক সেনা সদস্য আবু নাছের মোল্লা, ব্যবসায়ী সফিকুল ইসলাম সরদার, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আফজাল হোসেন প্রামানিকসহ মোট বিএনপির ৬০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

উক্ত যোগদান অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ভাটগ্রাম ইউনিয়নের জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক কাজী আব্দুল হামিদ, সহ সঞ্চালনায় ছিলেন যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য- গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বিএনপি থেকে প্রায় ৩৩ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জনপ্রিয় সংবাদ

ইসলাম গ্রহণ করলেন মার্কিন টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস

বগুড়ায় সাবেক সেনা সদস্যসহ বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় ১২:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি ও সাবেক সেনা সদস্যসহ ৬০ জন বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড (কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসা) মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।

​যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার আমীর মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলার নায়েবে আমীর মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা শিবিরের সভাপতি মুনিরুল ইসলাম মুনির প্রমুখ।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হলো।”

​জামায়াতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির কর্মী রফিকুল ইসলাম। জানা যায় তার বিএনপি’র কর্মী রফিকুল ইসলামের নেতৃত্বে কালিশ গ্রামের সাবেক সেনা সদস্য আবু নাছের মোল্লা, ব্যবসায়ী সফিকুল ইসলাম সরদার, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আফজাল হোসেন প্রামানিকসহ মোট বিএনপির ৬০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

উক্ত যোগদান অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ভাটগ্রাম ইউনিয়নের জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক কাজী আব্দুল হামিদ, সহ সঞ্চালনায় ছিলেন যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য- গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বিএনপি থেকে প্রায় ৩৩ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।